Khoborerchokh logo

গাইবান্ধায় প্রতারক চক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ 181 0

Khoborerchokh logo

গাইবান্ধায় প্রতারক চক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধা সাঘাটা উপজেলার প্রতারণা কাজে ব্যবহার মৃত্যু মানুষের মাথার খুলি হারদন্ড ও যাদুর বইসহ অন্যান্য উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় জয়নুল আবেদীন জয় ( ৪৩) নামের এক প্রতারকে গ্রেফতার করা হয়।
শনিবার ( ৩০সেপ্টেম্বব ) বিকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার কৃত জয়নুল আবেদীন জয় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলাপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।


প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন বলেন, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীন জয়ের বাড়িতে সাঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বসতবাড়ি তল্লাশি করে একটি মাথার খুলি ও হাড় দন্ড , ৪টি ওয়াকিটকি সেট চার্জার,১টি কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেকবই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকর্ডের ১টি স্যামসং মনিটর ১টি জব্দ করা হয়। ধৃত জয়কে জিজ্ঞসাবাদে পুলিশ জানতে পারে, তিনি প্রতারণার কাজে এসব মালমাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল- মামুন, মাসুদ রানা, সাঘাটা থানার ওসি রাকিব হোসেন প্রমুখ। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com